শনিবার সোনার দাম দেখে মাথায় হাত পড়ে গিয়েছিল আমজনতার । তবে, রবিবার সামান্য হলেও স্বস্তি মিলল । যদিও সোনার দাম কমেনি, আবার বাড়েওনি । গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতায় সোনার দাম অপরিবর্তিতই রয়েছে ।
এদিন কলকাতায় ১৮ ক্যারেট, ২২ ক্য়ারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত রয়েছে, দেখে নিন
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৭,৮২০
২২ ক্যারেট ১০ গ্রামের দাম ৫৮,৪৫০
২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ৬৩,৭৬০
শনিবারও রুপোর দাম ছিল লাগামছাড়া । তবে, রবিবার সোনার সঙ্গে রুপোর দামও অপরিবর্তিত রয়েছে । শনিবার এক কেজি রুপোর বাটের দাম ছিল ৮০,৫০০ টাকা । রবিবারও দাম একই রয়েছে কলকাতায় ।