মঙ্গলবারও সোনার দামে স্বস্তি । গত সপ্তাহে বৃহস্পতি থেকে শনি পরপর তিনদিন দাম কমেছিল সোনার । রবি ও সোমবারে অপরিবর্তিত ছিল দাম । মঙ্গলবার আবারও সামান্য দাম কমল সোনার । অন্যদিকে, এদিনও রুপোর দাম রইল অপরিবর্তিত ।
মঙ্গলবার কলকাতার বাজারদর অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০ টাকা । নতুন দাম যাচ্ছে, ৫৫ হাজার ৫০০ টাকা । একই হারে কমেছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম । নতুন দাম হয়েছে ৬০,৫৫০ টাকা ।
সোনার দাম আয়ত্তে থাকলেও শনিবার দাম বেড়েছিল রুপোর । তবে, রবিবার থেকে মঙ্গলবার, পরপর তিনদিন অপরিবর্তিত রয়েছে রুপোর দর । এদিন কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম ৭৩ হাজার টাকা ।