সপ্তাহের দ্বিতীয় দিনে দাম বাড়ল সোনার । সোমবার অপরিবর্তিত ছিল দাম । কিন্তু, মঙ্গলবার বাজার খুলতেই অস্বস্তি বাড়ল । এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৫০ টাকা । আর ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম বেড়েছে ২৭০ টাকা । রুপোর দামও বাড়ল অনেকটাই
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫৪, ৭০০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৫৯,৬৭০ টাকা । একনজরে দেখা নেওয়া যাক ১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দর কত রয়েছে ...
১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দাম একনজরে
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৭০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৭,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৬৭ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৬,৭০০ টাকা
রুপোর দাম সোমবার অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের চড়েছে দর । এদিন, এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ২০০ টাকা । রুপোর দাম বর্তমানে হয়েছে ৭৭,১০০ টাকা । সোনার-রুপোর দাম ফের বাড়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছেন মধ্যবিত্তরা ।