বিয়ের মরসুম । তার মধ্যে চড়চড় করে বেড়েই চলেছে সোনার দাম । তবে, রবিবার বাজার খুলতেই স্বস্তি মধ্যবিত্তদের । না, সোনার দাম কমেনি । তবে বাড়েওনি । অর্থাৎ রবিবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম । আজ ১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল, কলকাতায়, জেনে নিন
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, রবিবার ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৬,৭২০ । অন্যদিকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৫৭,১০০ টাকা ও ৬২,২৯০ । উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম ।
কলকাতায় রুপোর দামও অপরিবর্তিত । এদিন এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৭,২০০ টাকা ।