বৃহস্পতিবারের পর শুক্রবারও স্বস্তা সোনা । বাজার খুলতেই স্বস্তিতে মধ্যবিত্ত ক্রেতারা । পরপর দু'দিন দাম কমল সোনার । এদিন, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৫০ টাকা । আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৬০ টাকা । বৃহস্পতিতে রুপোর দামও অপরিবর্তিত থাকলেও শুক্রে দাম কমেছে ।
শুক্রবার বাজার খুলতেই দেখা গেল, ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৬৫ টাকা । ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৫ হাজার ৬৫০ । অন্যদিকে ২৪ ক্যারেটের ১ গ্রামের দাম ৬,০৭১ । ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৬০,৭১০ ।
রুপোরা দাম রয়েছে নিম্নমুখী । এক কেজি রুপোর বাটের দাম কমেছে ১৫০ টাকা । এবার নতুন দাম হয়েছে ৭২ হাজার ৯০০ টাকা ।