সোনার দামে ওঠা-নামা অব্যাহত । মঙ্গলে 'সোনা'-র হাসি হাসলেও, বুধে ফের কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের । বিয়ের মরসুমে আবারও দাম বাড়ল সোনার । এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৫০ টাকা । আজ, কলকাতায় দর ৫৬ হাজার ২৫০ টাকা । একই হারে ১০০ গ্রামের দাম ২৫০০ টাকা বেড়েছে । অন্যদিকে, রুপোর দাম কমেছে ।
২২ ক্যারেটের মতোই ২৪ ক্যারেট সোনারও দাম বেড়েছে । ১০ গ্রাম সোনার দাম ২৬০ টাকা বেড়ে বাজারে নতুন দর হয়েছে ৬১ হাজার ৩৬০ টাকা । ১০০ গ্রামের দাম ২,৬০০ টাকা বেড়ে হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকা ।
এক কেজি রুপোর বাটের ক্ষেত্রে দাম কমেছে প্রায় ৪৫০ টাকা । বুধবার কলকাতার বাজারে এক কেজি রুপোর বাটের নতুন দাম হয়েছে ৭৪,০৫০ টাকা ।