সোমবারের বাজার খুলতেই স্বস্তি । দাম কমেছে সোনার । তবে, তা একেবারেই সামান্য । গত সপ্তাহে পরপর তিন দিন সোনার দাম কম থাকার পর শনি ও রবিবার ফের চড়া হয় দাম । সোমবার, ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা । ২৪ ক্যারেটের ক্ষেত্রেও একই হারে ১০ গ্রামের দাম কমেছে । অন্য়দিকে, এক কেজি রুপোর বাটের দাম কমেছে প্রায় ৩০০ টাকা ।
সোমবারের বাজার দর অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৬ হাজার ২৯০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বর্তমানে ৬১ হাজার ৪১০ টাকা । কলকাতার মতো চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদেও একই সোনার দর যাচ্ছে ।
অন্যদিকে, এক কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৭৫ হাজার টাকা । যা রবিবারের তুলনায় প্রায় ০.৫৩ শতাংশ কম ।