শনিবার বাজার খুলতেই মাথায় হাত মধ্যবিত্তদের । সোনার দাম ফের বেড়েছে । গত তিনদিন সোনার দাম কম থাকলেও এদিন বেশ অনেকটাই বেড়েছে দাম । শনিবার ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫০০ টাকা । একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় ৫৫০টাকা মতো । অন্যদিকে, রুপোতে বজায় রয়েছে অস্বস্তি ।
জানা গিয়েছে, ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫৬,৩০০ টাকা । একই ভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৬১,৪২০ টাকা । অন্যদিকে রুপোর দাম বেড়েছে প্রায় ১০০০ টাকা মতো । বর্তমানে এক কেজি রুপোর বাটের দাম ৭৫, ৩০০ টাকা ।
বিয়ের মরসুম চলছে । তারই মধ্যে ওঠা-নামা করছে সোনার দাম । মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ ।