লক্ষ্মীবারে কিছুটা সস্তা হল সোনা । বুধবার সোনার দাম সামান্য বেড়েছিল । তবে, বৃহস্পতিবার প্রায় এক লাফে ২০০ টাকা কমেছে । ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৫ হাজার ৮৫০ । অন্যদিকে, রুপোর দামও কমেছে ।
বৃহস্পতিবার, কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০ টাকা । এদিন, দাম হয়েছে ৬০, ৯৩০ টাকা । সেই হিসেব অনুযায়ী, ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম বর্তমানে ৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা । ২২ ক্যারেটের ক্ষেত্রে সেই দাম হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫০০ ।
অন্যদিকে, এক কেজি রুপোর দাম ২০০ টাকা কমেছে । এদিন, এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৭ হাজার ৪০০ টাকা ।