সোনা-রুপোর (Gold-Silver Price) দাম সবসময় ওঠা-নামা করে । কখনও দাম বাড়ছে, কখনও কমছে । তবে গুড রিটার্নসের গত দু'দিনের তথ্য জানাচ্ছে, সোনা-রুপোর দামে (Gold-Silver Price Today) নেই কোনও পরিবর্তন । রবিবারের দামই কার্যকর রয়েছে সোমবারও ।
দামে কোনও পরিবর্তন না থাকায়, সোমবার, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪,৬৫০ টাকাই । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম রয়েছে ৫৯,৬২০ টাকা । সপ্তাহের শুরুতে সুখবর মিলতেই খুশি মধ্যবিত্তরা ।
আরও পড়ুন, Gold-Silver Price Today : সপ্তাহের শেষে সোনা-রুপোর দাম কি ফের বাড়ল ? জেনে নিন আজকের দর
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৬৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৫,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৫১ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৪৬,৫০০ টাকা
সোমবার রুপোর দামেও কোনও পরিবর্তন নেই । এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৩ হাজার টাকা । সোনার পাশাপাশি রুপোর দামও নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে । গত চারদিন ধরে রুপোর দাম অপরিবর্তিত রয়েছে । আর গত এক সপ্তাহ ধরে রুপোর দামও বাড়েনি ।