সোনা (Gold Price) কেনার পরিকল্পনা রয়েছে ? এখনই তো সুযোগ । বেশ কয়েকদিন ধরে সোনার দাম কমছে কিংবা অপরিবর্তিত থাকছে । আজও সেই ধারা বজায় রইল । বুধবারও দাম কমল সোনার । অন্যদিকে, রুপোর (Silver Price) দাম কমেছে অনেকটাই ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৪০ টাকা । কলকাতায় আজ ১০ গ্রাম সোনার রেট হয়েছে ৫৪,৫০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৮০ টাকা । নতুন দাম হয়েছে ৫৯,৪৫০ টাকা ।
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৪৫০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৪৫,০০০ টাকা
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৯৪৫ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৪,৫০০ টাকা
পরপর দু'দিন দাম বাড়ার পর বুধবার রুপোর দাম অনেকটাই কমল । এক কেজি রুপোর বাটের দাম কমেছে ১০০০ টাকা । এদিন কলকাতায় এক কেজি রুপোর বাটের নতুন দাম হয়েছে ৭৪,৫০০ টাকা ।