মঙ্গলবার অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price in Kolkata)। ফলে এদিন বাজার খুলতেই স্বস্তিতে ক্রেতারা । অন্যদিকে, রুপোর দাম সামান্য কমেছে । এক কেজি রুপোর বাটের দাম (Silver Price in Kolkata) কমেছে ২০০ টাকা ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবারের মতোই এদিন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম ৫৫,৪০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১ গ্রামের দাম রয়েছে ৬,০৪৫ । ১০ গ্রামের দাম ৬০,৪৫০ টাকা । অন্যদিকে, এক কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৭৪ হাজার ১০০ টাকা ।
আরও পড়ুন, Pet Insurance Policy: মানুষের সঙ্গে বিমার আওতায় পড়ে বাড়ির পোষ্যটিও, পেট বিমা পলিসি নিয়ে জানুন বিস্তারিত
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম নিয়ন্ত্রণে রয়েছে । শনি ও রবিবার পরপর দু'দিন সোনার (Gold-Silver Price) দাম অপরিবর্তিত ছিল । সোমবার সোনার দাম প্রায় ১০০ টাকা কমেছিল । মঙ্গলবারও স্বস্তিতে ক্রেতারা । অপরিবর্তিত রইল সোনার দাম ।