সোমবার সোনার দাম (Gold Price in Kolkata) সামান্য কমল । শনি ও রবিবার পরপর দু'দিন সোনার (Gold-Silver Price) দাম অপরিবর্তিত ছিল । তবে, সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই স্বস্তিতে ক্রেতারা । বিয়ের মরসুমে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা । ২৪ ক্যারেটের ১০ গ্রামের দামও একই হারে কমেছে । সোনার সঙ্গে রুপোর (Silver Rate in Kolkata) দরও কমেছে ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম কমে হয়েছে ৫৫,৪০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১ গ্রামের দাম হয়েছে ৬,০৪৫ । ১০ গ্রামের দাম ৬০,৪৫০ টাকা ।
আরও পড়ুন, Income Tax Return 2023 : ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমার নির্দেশ, অনলাইনে করার পদ্ধতি জানুন
সোমবার এক কেজি রুপোর বাটের দাম কমেছে ২০০ টাকা । এদিন, কলকাতায়, ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৪৩০ টাকা । ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা ।