মঙ্গলবার অপরিবর্তিত ছিল সোনার দাম (Gold-Silver Price Today ) । কিন্তু, বুধবার বাজার খুলতেই অস্বস্তি । এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) বেড়েছে ২১০ টাকা । রুপোর দামও বেড়েছে অনেকটাই ।
এদিন গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৪,৬৫০ টাকা । ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৫৯,৬২০ টাকা । অন্যদিকে, এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ২০০ টাকা । বর্তমানে এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৩,৬০০ টাকা ।
আরও পড়ুন, Amazon Prime Day Sale: অ্যামাজনে দু'দিনের দেদার সেল, ৪৫০০০ নতুন ব্র্যান্ড, আরও দ্রুত ডেলিভারি,
একনজরে সোনার দাম
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৪৬৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৬,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫৯৬২ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৬২,০০ টাকা