শনিবার দাম কমল সোনার (Gold Price Today) । শুক্রবারের স্বস্তি বজার রইল এদিনও । গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম কমেছে শুধু । আর ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন হয়নি । রুপোর দামেও স্বস্তি মিলেছে মধ্যবিত্তদের (Gold-Silver Price Today) ।
শনিবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৫০ টাকা । সেই অনুযায়ী, নতুন দাম হয়েছে ৫৪,৫৫০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম একই রয়েছে । এদিন, ৫৯,৫১০ টাকা দরে বিক্রি হচ্ছে সোনা ।
আরও পড়ুন, BCCI : বোর্ডের অন্দরে লক্ষ্মীর ভাণ্ডার, গত এক বছরে আয় কত জানেন ?
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৫৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৫,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৫১ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৫,১০০ টাকা
রুপোর দামও অপরিবর্তিত রয়েছে এদিন । এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৩ হাজার টাকা । পরপর কয়েকদিন সোনা-রুপোর দাম আয়ত্তে থাকায় খুশি মধ্যবিত্তরা ।