বুধে ফের দাম চড়ল সোনার । পরপর দু'দিন সোনার দামে পতন হলেও এদিন বেশ খানিকটা দাম বেড়েছে । বুধে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ২২০ টাকা । কলকাতায় এদিন রুপোর দাম অপরিবর্তিত রয়েছে ।
এদিন, ২২ ক্যারেট হলমার্ক গহনা সোনার ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৪,৭০০ টাকা । ১০০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে, ৫ লাখ ৪৭ হাজার । অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৬৭০ টাকা । ১০০ গ্রামের দাম হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা । বুধবার রুপোর দাম অপরিবর্তিত রয়েছে । এক কেজি রুপোর বাটের দাম ৭৩,০০০ টাকা ।
গত সপ্তাহে বেশ কয়েকদিন সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল । তবে, সামান্য স্বস্তি দিয়ে শনিবার থেকেই একটু একটু করে কমছে সোনার দাম । মাঝে রবিবার দাম অপরিবর্তিত থাকলে সোম ও মঙ্গল দু'দিন পরপর দাম কমে সোনার । তবে, বুধবার ফের চিন্তা বাড়িয়ে ঊর্ধ্বমুখী সোনার দর ।