পর পর কয়েকদিন লাফিয়ে বেড়েছে সোনার দাম। অবশেষে ক্রেতাদের মুখে ফুটল হাসি। বুধবার কমল সোনার দাম (Gold Price Drop)। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে, দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেটের। এদিন দাম কমেছে রূপোরও। সোনার সঠিক দাম বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগে সাহায্য করে বা নিছক ব্যবহারের জন্য এই মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে সাহায্য করে। তাই ধাতু কেনার আগে দর জানা অবশ্যই জরুরি।
WB Budget 2023: বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রীর, তার আগে কী ভাবছেন বাংলার মানুষ?
বুধবার ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম যাচ্ছে, ৫২,৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৭,১৬০ টাকা। এক্ষেত্রে গতকালের থেকে দাম কমেছে ৮০ টাকা। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ৪৫০ টাকা। বুধবার, ১ কেজি রুপোর বাটের দাম ৬৯,৯৫০ টাকা।