কথায় আছে সুখের চেয়ে স্বস্তি ভাল। এবার গণেশ চতুর্থীতে সোনার দাম না বাড়ায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম বেড়েছিল ১১০ টাকা। বুধবার সেই দামই বহাল রয়েছে। তবে সোনার দাম না বাড়লেও দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।
দুপুর ১টা অবধি কলকাতায় সোনা-রুপোর দাম-
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) - ৪,৭২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) - ৩৭,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) - ৪৭,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) - ৪,৭২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) - ৫,১৫৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) - ৪১,২৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) - ৫১,৫৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) - ৫,১৫,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম - ৫৩,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম-
মঙ্গলবার দেশীয় বাজারে সোনার দাম বাড়লেও বুধবার সোনার দাম অপরিবর্তিত রয়েছে। তবে দাম বেড়েছে রুপোর। এদিন দেশীয় বাজারে দাম না কমলেও বিশ্ব বাজারে দাম কমেছিল সোনার। গতকাল বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম ছিল ১,৭৩৫.৯৬ মার্কিন ডলার। বুধবার তা কমে হয়েছে ১,৭২৩.২৫ মার্কিন ডলার।