সপ্তাহান্তে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। শনিবার সোনার দাম বাড়লেও রবিবার একই রয়েছে দাম। পাশাপাশি, স্বস্তি দিয়েছে রূপোর দরও।
রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ২৬৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৬৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭৪৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৪৪০ টাকা। ১ কেজি রুপোর দাম হয়েছে ৭১ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন- Train Cancelled : হাওড়া, শিয়ালদহ থেকে বর্ধমান, বনগাঁ একাধিক রুটে ট্রেন বাতিল, কত দিন চলবে দুর্ভোগ ?
দেশ জুড়ে বিয়ের মরশুম চলছে। জানুয়ারির শুরু থেকেই সোনার-রুপোর দামে ওঠাপড়া লেগেই রয়েছে।