বিয়ের মরশুমের আগে সোনার দামের পতন (Gold Price Reduced) অব্যাহত। মঙ্গলবারের পর বুধবারও দেশের সব বড় শহরগুলিতে সোনার দাম প্রতি ১০০ গ্রামে ২০০০ টাকা করে কমেছে। দেশে ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম (22K Gold Price) ২০০ টাকা করে কমেছে।
কলকাতায় ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৭,৯৫০ টাকা থেকে কমেছে ৪৭,৭৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২১০ টাকা কমে হয়েছে ৫২,১০০ টাকা। সোনার দাম নিয়ে গত কয়েকবছর ধরেই নাজেহাল দেশের মধ্যবিত্তরা। কোভিড পরিস্থিতিতে (Covid Scenario) সোনার দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। সামনেই বৈশাখ মাস। পরপর দুদিন সোনা ও রুপোর দাম কমায় অনেকটাই স্বস্তিতে আমজনতা।
আরও পড়ুন: ফের সোনার দামে পতন, মুখে হাসি ফুটল মধ্যবিত্তের
বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War) আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে সোনা। ভারতীয় বাজারে ফের সোনার দাম কমায় ভিড় বাড়ছে দোকানে।