Gold Silver Price Today : পুজোর মুখে মঙ্গলবারই কমেছে সোনার দাম। ফলে মায়ের আগমনের আগেই ক্রেতাদের মুখে ফিরে এসেছে হাসি। বুধবারও একই আছে সোনার দাম। পাশাপাশি, বুধবার কিছুটা দাম কমেছে রূপোর।
২২ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম ৪ হাজার ৫৮০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম ৪ হাজার ৯৯৭ টাকা। ২৪ ক্যারেটের পাকা সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার ৯৭০ টাকা। বুধবার ৪০০ টাকা কমে ১ কেজির রূপোর বাট বিকোচ্ছে ৫৫ হাজার টাকায়।
আরও পড়ুন- Post Office New Rule: জালিয়াতি রুখতে কড়া কেন্দ্র, ১০ হাজার টাকা তুলতেও পোস্ট অফিসে হবে গ্রাহক যাচাই
পাশাপাশি, বুধবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১৬৩৪.৪০ মার্কিন ডলার।