এই মুহূর্তে সোনায় হাত ছোঁয়ানো দায়। লক্ষ্মীবারের পর শুক্রবারেও বেড়েছে সোনার দাম। বিয়ের মরসুমের আগে দাম বাড়ায়, চিন্তায় ক্রেতারাও।
শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। বৃহস্পতিবার এই পরিমাণ সোনার দাম ছিল ৫৭,৫৫০ টাকা, শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৭০০ টাকা।
একই ভাবে, এদিন ২৪ ক্যারেট পাকা সোনার দশ গ্রামের দামও বেড়েছে ১৭০ টাকা। শুক্রবার এই পরিমাণ সোনার নতুন দাম ৬২,৯৫০ টাকা।
স্বস্তি একটাই শুক্রবার অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। অর্থাৎ এদিন আর নতুন করে রুপোর দামে কোনও নড়চড় নেই। ১ কেজি রুপোর বাটের অপরিবর্তিত দাম ৭৭,২০০ টাকা।