শুক্রে ফের দাম চড়ল সোনার । লক্ষ্মীবারে অপরিবর্তিত থাকার পর শুক্রবার বাজার খুলতেই মাথায় হাত পড়ল ক্রেতাদের। এদিন কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা । বেড়েছে রুপোর দামও। কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৭০০ টাকা।
এদিন, ২২ ক্যারেট হলমার্ক গহনা সোনার ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৫ হাজার টাকা । ১০০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে, ৫ লাখ ৫০ হাজার । অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার টাকা । ১০০ গ্রামের দাম হয়েছে ৬ লাখ টাকা । এক কেজি রুপোর বাটের দাম ৭৪,০০০ টাকা ।