বৃহস্পতিতে স্বস্তি দিলেও শুক্রবারেই বেড়ে গেল বাজারদর(Gold Price Hikae Again)। তবে সোনার দাম বাড়লেও এদিনও কমেছে রূপোর দাম(Silver Price Dropped)। শুক্রবার কেজিতে রূপোর দাম কমেছে ৪০০ টাকা।
শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার(Gold Price Hike Again) দাম রয়েছে ৫ হাজার ৩২৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫৩ হাজার ২৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৫৩০ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১ কেজি রুপোর(Silever Price Dropped) দাম আরও কমে হয়েছে ৬৭ হাজার ৮০০ টাকা।