বুধবার ফের দাম বাড়ল সোনার (Gold Price Hike)। মঙ্গলবার দাম কিছুটা (Kolkata Market) পড়েছিল। তবে রূপোর দামে কোনও পরিবর্তন হয়নি (Silver Price)। ১ কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৭০০ টাকা।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫ হাজার ১৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫০ হাজার ১৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৪৭১ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ৭১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭১ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন- Bagnan Murder News: ছিনতাইয়ে বাধা, বাগনানে স্বামীর সামনেই স্ত্রীকে গুলি করে খুন দুষ্কৃতীদের
পৌষ মাস শেষ হলেই শুরু হবে বিয়ের মরশুম(Wedding Season)। সেই কারণেই অনেকেই পৌষ মাসে সোনা গয়না কিনে রাখেন। কিন্তু পৌষেও প্রায় রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম(Gold Price Hike in India)। যার জেরে চিন্তায় রয়েছেন ক্রেতারা।