সপ্তাহের প্রথমদিনেই ফের দাম বাড়ল সোনার। শনি-রবি দাম অপরিবর্তিত থাকলেও ফের উর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম(Gold Price Hike)। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার(Gold Price Hike Again) দাম রয়েছে ৫ হাজার ২৬৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৬৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭৪৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৪৪০ টাকা। ১ কেজি রুপোর(Silver Price Dropped) দাম রয়েছে ৭১ হাজার ২০০ টাকা।
আরও পড়ুন- Congress Protest on Adani : আদানি ইস্যুতে এবার পথে কংগ্রেস, সংসদের গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ
বাজেটে(Union Budget 2023) সোনার দাম বাড়ার ঘোষণার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে হলুদ ধাতুর দাম। সপ্তাহান্তে দু'দিন দাম না বাড়লেও ফের সোমবার থেকে উর্ধ্বমুখী সোনার দাম।