মঙ্গলবার অপরিবর্তিত থাকার পর, বুধবারেই লাফিয়ে বেশ খানিকটা বাড়ল সোনার দাম। বিয়ের মরসুমে তাই ঘরে সোনা তোলার আগে একটিবার জেনে যান আজকের দর।
বুধবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা। গতকাল দাম এই পরিমাণ সোনার দাম ছিল ৫৭,৩৫০ টাকা, বুধবার দাম বেড়ে হয়েছে ৫৮,১০০ টাকা।
Kolkata Derby : কলকাতা লিগের ডার্বি কবে ? ম্যাচ পিছতে বাগানের চিঠি, তারিখে অনড় আইএফএ
অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ৮২০ টাকা। অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৬৩, ৩৮০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপোর দামে সাময়িক স্বস্তি। এদিন রুপোর দামে কোনও নড়চড় নেই। গতকালের মতোই ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৮, ৫০০ টাকা।