বছরের শেষ দিনেও মহার্ঘ্য হলুদ ধাতু (Gold Price)। শনিবার কলকাতার বাজার খুলতেই সোনার দাম দেখে মাথায় হাত ক্রেতাদের। তবে, অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (silver Price)। শনিবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৭০ টাকা।
শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫ হাজার ৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫০ হাজার ৬০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৫২০ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৫ হাজার ২০০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭১ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন- NSC থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, নতুন বছরে বাড়ছে সুদের হার, হতাশ PPF গ্রাহকরা
বছরের শেষ দিনেও আকাশছোঁয়া সোনার দাম। ডিসেম্বর শেষ হলেই ফের দেশ জুড়ে শুরু হবে বিয়ের মরশুম। অনেকেই আগে থেকে কেনাকাটা করে রাখতে পছন্দ করেন। কারণ বিয়ের মরশুমে প্রায় রোজই বাড়তে থাকে সোনার দাম। কিন্তু ডিসেম্বরেও মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের কারণ চলতি মাসে প্রায় রোজই দাম বেড়েছে হলুদ ধাতুর।