নতুন বছরের দিনে সস্তা সোনা। সপ্তাহের প্রথম দিন, সোমবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। কমেছে হলুদ ধাতুর বাজার দর। যদিও অপরিবর্তিত রুপোর দাম। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যাড়েত সোনার দাম কমেছে ১৬০ টাকা।
সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ৪৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫০ হাজার ৪৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৫০৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৫ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭১ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন - NSC থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, নতুন বছরে বাড়ছে সুদের হার, হতাশ PPF গ্রাহকরা
সামনেই শুরু হবে বিয়ের মরশুম। তার আগে গোটা ডিসেম্বরের দাম বাড়ছে হলুদ ধাতুর। জানুয়ারির প্রথম দিনেও মহার্ঘ্য ছিল সোনা। কিন্তু দ্বিতীয় দিনে সোনার দাম কমতে স্বাভাবিক ভাবেই খুশি ক্রেতারা।