পুজোর মুখে খুশির খবর। সোনার দাম ফের কিছুটা কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসি। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। তবে রূপোর দামে নড়চড় হয়নি।
একনজরে কলকাতায় সোনা-রুপোর দাম-
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০০২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,০১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,০২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০০,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৭০০ টাকা
বিশ্ববাজারে সোনার দাম-
শনিবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮৬ মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক বাজারে বেশ খানিকটা দাম কমেছে সোনার। এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৭৬.৮৮ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও সামান্য দাম কমেছে সোনার।