চলছে ধনতেরাসের মরসুম। এই সময় কোনও ধাতু কেনার চল রয়েছে। তাই স্বভাবতই সোনার বিক্রি বাড়ে। শনিবারও কমেছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ১০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫৬,৫০০ টাকা।
একই ভাবে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ১১০ টাকা। অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬১,৬৪০ টাকা।
তবে সোনার দাম কমলেও রুপোর দামে কোনও পরিবর্তন নেই। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,১০০ টাকা।