বৃহস্পতিবার সামান্য আয়ত্তে সোনার দাম। তাই এদিন সোনা কিনলে লক্ষ্মীলাভ অবধারিত। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৫৫,০৫০ টাকা।
WB Weather Update: বঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি, আজ রাজ্যের ৯ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৮০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৬০,০৫০ টাকা।
তবে রুপোর দাম নতুন করে বাড়েওনি কমেওনি। এদিন ১ কেজি রুপোর বাটের অপরিবর্তিত দাম ৭৪,৫০০ টাকা।