লক্ষ্মীবারে স্বস্তি পেলেন ক্রেতারা। বৃহস্পতিবার সোনার দাম কিছুটা হলেও কমেছে। তবে দাম বেড়েছে রূপোর(Silver Price hikes Today)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে গত এক সপ্তাহ ধরে দেশীয় বাজারে মহার্ঘ্য হয়েছে সোনার দর(Gold Price Today)। মঙ্গলবার অপরিবর্তিত থাকলেও বুধবারই দাম বাড়ে হলুদ ধাতুর।
বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪ হাজার ৯৯৯ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম(Gold Price Today) ৪৯ হাজার ৯৯০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৪৫৩ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ৫৩০ টাকা। ১ কেজি রুপোর(Silver Price Today) বাট বিকোচ্ছে ৬৯,৩০০ হাজার টাকা।