জন্মাষ্টমীর দিন সোনায় সোহাগা। এক ধাক্কায় অনেকটা দাম কমে গেল সোনা ও রূপোর। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। শুক্রবার বাজার খুলতেই দাম পড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন সোনার সঙ্গে দাম কমল রুপোরও। গতকাল সোনার দামে কোনও হেরফের দেখা না গেলেও কমেছিল রুপোর দাম। আজও রুপোর দাম নিম্নমুখী। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা। এই নিয়ে পরপর চারদিন দাম কমল রুপোর।
শুক্রবার বিশ্ব বাজারে কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৬৬.৩২ মার্কিন ডলার। এদিনে তা সামান্য কমে হয়েছে ১,৭৫৬.১৬ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দামে পতনের প্রতিফলনই দেখা গিয়েছে এদিন দেশীয় বাজারে সোনার দামে।