রবিবার নতুন করে বাড়া কমা নেই সোনার দামে। সপ্তাহের শেষ দিন সোনার দাম অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের সাময়িক স্বস্তি মিলেছে।
রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত। এই পরিমাণ সোনার অপরিবর্তিত দাম যাচ্ছে ৬৫,৮৫০ টাকা।
Loksabha Election: ছিলেন স্বামী-স্ত্রী, এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী! সম্পত্তিতে এগিয়ে সুজাতা না সৌমিত্র?
অন্যদিকে, রবিবার ২৪ ক্যারেট পাকা সোনার দামও রয়েছে অপরিবর্তিত। দিন ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম যাচ্ছে ৭১,৮৩০ টাকা।
রবিবার রুপোর দামেও কোনও নড়চড় নেই। এদিন ১ কেজি রুপোর বাটের দাম ৮৩,০০০ টাকা।