রাত পোহালেই ধনতেরাস , স্বভাবতই আজই বহু মানুষ সোনা রুপো কিনতে যেতে পারেন। তার আগে একবার চোখ বুলিয়ে যান সোনা রুপোর দামে।
ধনতেরাসের আগের দিন সোনার দামে লাগাম। ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা , এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৫৬,০৯০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনা ১০ গ্রামের দাম কমেছে ১০ টাকা, এই পরিমাণ সোনার নতুন দাম ৬১.১৯০ টাকা।
Gold And Silver Price: সামনেই ধনতেরাস, তার আগে সোনার দামে কতোটা বদল?
এদিকে রুপোর দামও রয়েছে অপরিবর্তিত। এদিন এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,৫০০ টাকা।