সপ্তাহ শেষে শুক্রবারের পর শনিবারেও কমল সোনার দাম (Gold Price)৷ সোনা বা অন্যক্ষেত্রে বড়সড় বিনিয়োগের আগে অবশ্যই জেনে নেওয়া দরকার বাজার দর৷ শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫,১৫০ টাকা। এক্ষেত্রে গতকালের থেকে দাম কমেছে ২০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫১ হাজার ৫০০ টাকা, এক্ষেত্রে দাম কমেছে ২০০ টাকা।
এদিকে শনিবার, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫,৬১৮ টাকা। গতকাল দাম ছিল ৫,৬৫১ টাকা। সুতরাং দাম কমেছে ৩৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৬,১৮০ টাকা। সুতরাং এক্ষেত্রে দাম কমেছে ৩৩০ টাকা। কেজি প্রতি ৮০০ টাকা কমেছে রুপোর দাম। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৬৮,৩০০ টাকা।