সপ্তাহের শেষ দিনে ফের চড়ল সোনার দাম। পরপর তিন দিন সোনার দাম কম ছিল, এরপর শনিবার দাম বাড়ে। রবিবারেও বাজার খুলতেই মাথায় হাত মধ্যবিত্তের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে আরও ৫০০ টাকা। রবিবার এই পরিমাণ সোনার বর্ধিত দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৬, ৩০০ টাকা।
Vande Bharat: রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত, সম্পন্ন হল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটের ট্রায়াল রান
একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় ৫৫০টাকা মতো । এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬১,৪২০ টাকা। এদিন কেজিতে হাজার টাকা বেড়েছে রুপোর দাম। যার নিরিখে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৫,৩০০ টাকা।