ধনতেরাসের আগে সোনায় সোহাগা। পর পর দুইদিন সোনার দাম আয়ত্তে। বুধবার বাজার খুলতেই মধ্যবিত্তের মুখে হাসি। দিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৩০০ টাকা। দাম কমে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫৬,৪০০ টাকায়।
অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ৩২০ টাকা। এর নিরিখে ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম দাঁড়িয়েছে ৬১,৫৩০ টাকা।
Israel-Hamas War : ইজরায়েলে নতুন করে হামলা হামাস গোষ্ঠীর, সামনে এল সেই ভিডিও
রুপোর দাম ও কমেছে উল্লেখযোগ্যভাবে। কেজিতে ১২০০ টাকা কমেছে রুপোর দাম। বুধবার ১ কেজি রুপোর বাটের দাম ৭৪,১০০ টাকা।