লক্ষ্মীবারে সোনায় সোহাগা। বুধবারও দাম কমেছিল সোনা রুপোর, বৃহস্পতিবার নতুন করে আরও কমল সোনার দাম (Gold Price)। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ২০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৫৬,১০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ২২০ টাকা। এর ভিত্তিতেই এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬১,২০০ টাকা।
LIC-Adani: বছর ঘুরতেই ৪০ % মূলধন কমল এলআইসি-র, কংগ্রেসের নিশানায় মোদী-আদানি
কেজিতে ১০০ টাকা কমেছে রুপোর দাম (Silver Rate)। বৃহস্পতিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,৫০০ টাকা। এর জেরে অনেকটাই স্বস্তা হল রুপোর দাম।