সপ্তাহের প্রথম দিন সামান্য পতন সোনার দামে। কদিন ধরেই, সোনার দাম ওঠাপড়া করছে। সোনার দাম কমলেও কিন্তু খুব বেশি কমার লক্ষণ নেই, বরং বাড়লে লাফিয়ে বাড়ছে। তাই যেদিন সোনা কমের দিকে, সেদিনই কিনে রাখা ভাল। বিয়ের মরশুম শুরু আগে কিন্তু এই মোক্ষম সময়।
সোমবার সামান্য কমেছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৭,৫০০ টাকা।
অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ১১০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম ৭৩,৬৪০ টাকা।
কেজিতে ১০০০ টাকা কমেছে রুপোর দাম। সোমবার ১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে, ৯৫,২০০ টাকা।