বিয়ের মরশুমে ফের মহার্ঘ্য হলুদ ধাতু (Gold)। শনিবার বাজার খুলতেই দুশ্চিন্তায় ক্রেতারা। শনিবার ফের দাম বেড়েছে সোনার। তবে, সোনার দাম বাড়লে স্বস্তি দিচ্ছে রুপোর (Silver) বাজার দর। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেড়েছে ১৭০ টাকা। কেজি প্রতি রুপোর দাম (Silver Price) কমেছে ৪০০ টাকা।
শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ২৬৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৬৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭৪৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৪৪০ টাকা। ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৭১ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন - বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বাড়বে, আশা রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের
দেশ জুড়ে বিয়ের মরশুম চলছে। জানুয়ারির শুরু থেকেই সোনার-রুপোর দামে ওঠাপড়া লেগেই রয়েছে। সপ্তাহের শেষে অনেকেই সোনা কেনার পরিকল্পনা করেন। ফলে, শনিবার সোনার দাম বাড়তেই মুখ ভার ক্রেতাদের।