শনিবারের স্বস্তি রবিবারেও থাকল বজায়। শনিবার বাজার খুলতেই দাম কমেছিল সোনার। সপ্তাহ শেষে রবিবারেও অপরিবর্তিত রইল সোনার দাম। শনিবারের দামের থেকে কোনও হেরফের হয়নি রবিবার।
Odisha Train Accident: ওড়িশার ট্রেন দুর্ঘটনাগ্রস্তরা দ্রুত বিমার টাকা পাবেন, ঘোষণা LIC-র
গতকালের মতোই এদিন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৫৩০ টাকা। এবং ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৫ হাজার ৩৩০টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের দামও নড়চড় হয়নি। রবিবার ১গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৩৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৬০,৩৩০ টাকা। রবিবার অপরিবর্তিত রুপোর দামও। ১ কেজি রুপোর বাটের দাম ৭৩ হাজার টাকা।