প্রায় ৭ দিন পর ফের দাম বাড়ল সোনার। বুধবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। অস্বস্তি দিচ্ছে বুধবারের রুপোর বাজার দরও।
এদিনের কলকাতার বাজারদর অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা । ফলে সোনার নতুন দাম যাচ্ছে, ৫৫ হাজার ৮৫০ টাকা । ৪৪০ টাকা বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম । নতুন দাম হয়েছে ৬০,৯৩০ টাকা ।
বুধবার বেড়েছে রুপোর দরও। মঙ্গলবার রুপোর দাম ৪০০ টাকা কমলেও বুধের সকালে রুপোর দাম বাড়ল ২০০ টাকা। এদিন কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম ৭২ হাজার ৮০০ টাকা ।