শুক্রবারের পর সপ্তাহ শেষেও স্বস্তা সোনা । বাজার খুলতেই স্বস্তিতে মধ্যবিত্ত ক্রেতারা । এই নিয়ে তিন দিন দাম কমল সোনার । এদিন, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১১০ টাকা ।
Gold-Silver Price : পরপর দু' দিন দাম কমল সোনার, শুক্র সোনা-রুপোর দর কত জেনে নিন
এর নিরিখে শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার নতুন দাম যাচ্ছে, ৫৫ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৬০,৬০০ টাকা। কিন্তু সোনার দাম আয়ত্তে থাকলেও শনিবার বেড়েছে রুপোর দাম। কেজিতে ১০০ টাকা বেড়েছে দাম। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩ হাজার টাকা।