সোমবার বাজার খুলতেই দাম বাড়ল সোনার। পরপর কয়েকদিন আয়ত্তে ছিল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৫৪,১৫০ টাকা। এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম ৫৯,০৭০ টাকা।
Gold-Sliver Price Today : সপ্তাহের শেষে সোনা-য় সোহাগা, রুপোর দাম কি কমল ?
এদিকে রুপোর দাম অপরিবর্তিত। অর্থাৎ সোমবার রুপোর দামে কোনও হেরফের নেই। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,৩০০ টাকা।