বুধে বেড়েছিল দাম, লক্ষ্মীবারে ফের সস্তা হল সোনা । বাজার খুলতেই স্বস্তিতে মধ্যবিত্ত ক্রেতারা । এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা কমে ৫৫৭০০ টাকা । একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ১৭০ টাকা কমে ৬০৭৬০ টাকা ।
১ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫৫৭০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫৫৭০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০৭৬ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০৭৬০০ টাকা
রুপোর দামঅপরিবর্তিত। বুধের মতোই বৃহস্পতিতেও ১ কেজি রুপোর বাটের দাম ৭২৮০০ টাকা।