বিয়ের মরসুমে মধ্যবিত্তের জন্য সুখবর। গত কয়েকদিনে অল্প অল্প করে হলেও কমছে সোনার দাম। তবে বুধবার আর বৃহস্পতিবারে সোনার দামে বিশেষ কোনও পরিবর্তন দেখা যায়নি। ১লা ডিসেম্বর দেশে এবং কলকাতার বাজারে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮ হাজার ৫৫০ টাকা।
গুড রিটার্ন্সের আপডেট অনুযায়ী, অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫২ হাজার ৯৭০ টাকা। বুধবারের হিসেবে এক্ষেত্রেও সোনার দামে বিশেষ হেরফের হয়নি। রুপোর দাম যাচ্ছে প্রতি কেজি, ৬২ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন : ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা
বিয়ের মরশুম চলছে । তাই এখন সোনার দোকান গুলিতে ভিড় করছেন অনেকেই । বাড়ির মেয়ের বিয়ের গয়না হোক বা উপহার দেওয়া, সব ক্ষেত্রেই গয়নার ভাল বিক্রি রয়েছে এখন । সোনার দামটা দু'দিন কম রয়েছে । তাই এমন সোনায় সোহাগা সময় আর নাও পেতে পারেন, একবার ঢুঁ মারতেই পারেন দোকানে।