সপ্তাহ শেষে সামান্য স্বস্তি সোনার দামে। শুক্রবার দাম বাড়ার পর শনিবার সামান্য সস্তা হয়েছে সোনা। শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম কমেছে মাত্র ১৫০ টাকা। অন্যদিকে গতকালের তুলনায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ১৬০ টাকা।
শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫৪,৮৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম হয়েছে ৫৯,৮৪০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম টাকা ৫,৪৮৫ টাকা অন্যদিকে ২৪ ক্যারেটের দাম ৫,৯৮৪ টাকা। তবে সোনার দাম কমলেও কেজিতে ৩০০ টাকা বেড়েছে রুপোর দাম। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,০০০ টাকা। বৃহস্পতি এবং শুক্রবার পর পর দু'দিন সোনার দাম বাড়ার পর শনিবার সামান্য দাম কমতেই স্বস্তি মধ্যবিত্তের।