ধনতেরাসের মরসুমে পরপর কদিন সোনার দাম কম থাকার পর। ভাইফোঁটার দিন ফের লাফিয়ে বাড়ল সোনার দাম। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫৫,৯৫০ টাকা।
একইভাবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। এর নিরিখে এই পরিমাণ পাকা সোনার নতুন দাম যাচ্ছে ৬১,০৪০ টাকা।
Prosenjit Chatterjee-KIFF: চলচ্চিত্র উৎসবে বড় দায়িত্ব পেলেন প্রসেনজিৎ, উদ্বোধনী মঞ্চে দুই 'খান'-বিগ বি?
অন্যদিকে, কেজিতে এক লাফে ১৭০০ টাকা বেড়েছে রুপোর দাম। বুধবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,৭০০ টাকা।